ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন খেতে শেয়ালের প্রবেশ ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারে আটকে শাহাদত হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে কৃষকের গরুও মারা গেছে। আহত হয়েছেন ইকতার হোসেন নামের আরও একজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালসার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা
মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে। আহত চাষি ইকতার হোসেন বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তালসার পশ্চিমপাড়ার খেজের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আজিজুল হক তার ড্রাগন খেত রক্ষার জন্য জমির চারপাশে বিদ্যুতের তার বসিয়েছিলেন। একই সময়ে কৃষক শাহাদত হোসেন ও ইকতার হোসেন হালচাষের জন্য জমিতে গেলে বিদ্যুতের তারে একটি গরু জড়িয়ে যায়। এতে শাহাদত হোসেন এবং গরুটি ঘটনাস্থলেই মারা যান, আর ইকতার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ড্রাগনচাষি আজিজুল ইসলাম পলাতক রয়েছেন। আজিজুল ওই গ্রামের মনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। তবে কেউ কোনো অভিযোগ না করলে থানায় অপমৃত্যুর মামলা হবে।
প্রতিনিধি/ এমইউ

