একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, কোনো অযুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষণার নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মাশুক বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগণ পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহণ করবে।
দেশে কোন চাঁদাবাজের ঠাঁই নাই জানিয়ে কোথায় চাঁদাবাজি দেখতে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির নেতা বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগণের।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ অনেকেই।
প্রতিনিধি/ এজে

