ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জের তালশহর স্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক দাস।
তিনি জানান, তিতাস ট্রেনের এক বগির এক চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনটি উদ্ধারে আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

