রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আ.লীগ আমলের দুর্নীতিবাজরা আজও চারপাশে ঘুরছে: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

আ.লীগ আমলের দুর্নীতিবাজরা আজও চারপাশে ঘুরছে: শামা ওবায়েদ

আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজরা এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত, তারাও এখনো সক্রিয়ভাবে ঘোরাফেরা করছে। সুতরাং, এই সকল ব্যক্তিদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। রক্ত দিয়ে যারা আমাদের কথা বলার অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন, তাদের সেই স্বপ্ন ও উদ্দেশ্য যেকোনো মূল্যে রক্ষা করা হবে এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা করে গেছেন, তা আমাদের টিকিয়ে রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। সেই ৩১ দফার সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। বিএনপি সরকার গঠন করলে একটি মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং ছাত্র ও যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরেও আমাদের আন্দোলন শেষ হয়নি। যতদিন না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, ততদিন এই আন্দোলন চলবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর