সিলেটের গোয়াইনঘাট থেকে শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আলীরগাঁও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও পুলিশের চেকপোস্টে একটি গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ শুটার রিয়াজকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, হত্যাসহ ২২ মামলার আসামি শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। ২০২২ সালে র্যাব তাকে আটক করেছিল। সে সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে নারীকে গণধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেফতার ২
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যাসহ ২২ মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জ পুলিশকে অবগত করা হয়েছে।’
প্রতিনিধি/ এমইউ

