রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা: গ্রেফতার ৮

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা: গ্রেফতার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় হামালাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন।


বিজ্ঞাপন


ওসি বলেন, শিক্ষার্থীদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় ৮ জনকে গতকাল (২ সেপ্টেম্বর) রাত থেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্ত প্রাপ্ত আসামি।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৩ জন হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫),  হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)। 

তদন্ত প্রাপ্ত আসামিদের মধ্যে ৫ জন হলেন— মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মে. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে, গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নামোল্লেখ ও প্রায় ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর