রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ঢোকায় ৯১ ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে তলব করার সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
নানা আলোচনা সমালোচনার মুখে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হলটির প্রাধ্যক্ষ লাভলী নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১ সেপ্টেম্বর হলে দেরিতে (রাত ১১টার পরে) ফেরার কারণে যে নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হলে দেরিতে ঢোকায় প্রাধ্যক্ষের অফিসে তলব করে দেওয়া একটি নোটিশের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
হল প্রশাসনের দেওয়া আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেরিতে (রাত ১১টার পর) হলে ঢোকায় নিম্নে উল্লেখিত ছাত্রীদের ক্রমিক নম্বর ১ থেকে ৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং ক্রমিক নম্বর ৪৬ থেকে ৯১ পর্যন্ত বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ লাভলী নাহার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে ফেসবুকে ট্রল হওয়ায় মঙ্গলবার দুপুরে হল প্রশাসনের একটি জরুরি সভা হয়। সভায় ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেই নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
প্রতিনিধি/টিবি

