রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেপটিক ট্যাংকে মিলল শিশু জুনায়েদের মরদেহ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

সেপটিক ট্যাংকে মিলল শিশু জুনায়েদের মরদেহ

নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু জুনায়েদ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।

আরও পড়ুন

মাকে অচেতন করে তিন মাসের শিশু চুরি!

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মায়ের সঙ্গে খালাবাড়িতে বেড়াতে গিয়েছিল জুনায়েদ। এদিন দুপুরে তার মা বাজারে গেলে নানার সঙ্গে বাড়িতে ছিল সে। একপর্যায়ে খেলার ছলে ফড়িং ধরতে গিয়ে নিখোঁজ হয় জুনায়েদ। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ঢাকনা ভাঙা দেখা যায়। সেখান থেকে জুনায়েদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের কারও কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর