হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ মো. আলমগীর মিয়া (২৭) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। তিনি ব্রাহ্মণবাড়ি জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
এর আগে ভোরে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পে একটি অভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ মো. আলমগীর মিয়া গ্রেফতার হয়। অভিযানের টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। পরে গ্রেফতার মাদক কারবারিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/এসএস

