‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে যশোরের জামিয়া ইসলামিয়া ও ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়াসহ কিছু কওমি মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন যশোর জামিয়া ইসলামিয়ার শিক্ষাসচিব মাওলানা মুফতি মাগফুর রহমান।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি অনলাইন পত্রিকার ফেসবুক পেজে একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। সংবাদটিতে দাবি করা হয়, "মাদরাসার আড়ালে পাকিস্তান থেকে আনা অস্ত্রে গৃহযুদ্ধের ছক কষা হচ্ছে"। সেখানে যশোরের জামিয়া ইসলামিয়া এবং ঢাকার জামিয়া রহমানিয়ার নাম উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে যশোর জামিয়া ইসলামিয়াকে ক্ষতিগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করে আসছে। এ ধরনের বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে তারা মাদরাসাটিকে কলঙ্কিত ও দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি শুধু যশোর জামিয়া ইসলামিয়া বা জামিয়া রহমানিয়ার বিষয় নয় বরং পুরো বাংলাদেশের কওমি মাদরাসাব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ।
এদিকে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, ‘আজকের কণ্ঠ’ নামের ওই ফেসবুক পেজটি নিয়মিতভাবে বিভিন্ন ইস্যুতে ফটোকার্ড ও ভিডিওর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে। প্রথম দেখায় এটি একটি মূলধারার গণমাধ্যম মনে হলেও, এ নামে কোনো নিবন্ধিত সংবাদপত্র নেই। বাংলাফ্যাক্ট পেজটির সাম্প্রতিক কয়েকটি পোস্ট বিশ্লেষণ করে অন্তত তিনটিতে ভুয়া তথ্য ও গুজব চিহ্নিত করেছে।
প্রতিনিধি/একেবি

