রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

raj

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলা সদরে দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিষালবাড়ি এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শরীফ উদ্দিনের।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে পৃথক একটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে. এম. জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন এবং আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

এদিন দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর