বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিসহ ছয় দফা আদায়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।
এদিন সকাল থেকেই বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আব্দুল জব্বারের মোড়ে এসে সমবেত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে রেললাইনে বসে তারা অবরোধের সূচনা করেন। এতে মহুয়া কমিউটার ফাতেমা নগর, বলাকা কমিউটার ময়মনসিংহ, জামালপুর এক্সপ্রেস আউলিয়া নগরসহ একাধিক ট্রেন আটকা পড়ে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে একই দাবিতে শিক্ষার্থীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না আসায় মঙ্গলবার আরও কঠোর কর্মসূচিতে যান বল জানান আন্দোলনকারীরা।
অবরোধের পাশাপাশি শিক্ষার্থীরা দুপুর ১টার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। প্রথমে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। পরে পর্যায়ক্রমে নতুন প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়সহ অন্যান্য অফিসও তালাবদ্ধ করে দেয় শিক্ষার্থীরা। তবে এর আগে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের হওয়ার সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা বলেছিলাম আমাদের ছয় দফা দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সব কিছুই বন্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে চালু প্রতিটি ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
![]()
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের দাবি আদায়ের কোনো আশ্বাস এখনও পাইনি। প্রশাসন যাতে দ্রুত আমাদের দাবি মেনে নেয় এজন্য আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।
প্রতিনিধি/এসএস

