রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাকৃবিতে সাম্প্রতিক অস্থিরতা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন

জেলা প্রতিনিধি, বাকৃবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে সাম্প্রতিক অস্থিরতা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাম্প্রতিক ঘটনাবলি খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং পুরো পরিস্থিতি সুষ্ঠুভাবে অনুসন্ধান করতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার নির্দেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সদস্য সচিব করা হয়েছে সংস্থাপন শাখা-২–এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ; কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির;

কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান; পূর্ত বিভাগ-১–এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মুহ. এনামুল হক।

অফিস আদেশে কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন বা সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত ৭ আগস্ট পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ‘কম্বাইন্ড ডিগ্রি’ প্রদানের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন। পরবর্তীতে উপাচার্যের নির্দেশে ১২ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় আড়াইশো শিক্ষকের উপস্থিতিতে আলোচনা শেষে শিক্ষা পরিষদ কমিটির সুপারিশ অনুযায়ী তিনটি ডিগ্রি প্রদানের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর