রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এলাকায় চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাকবিতণ্ডা ও পূর্ব বিরোধের জেরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। এরপর মঙ্গলবার মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংঘর্ষের ঘটনায় চবি প্রশাসনের মামলা, ১৪৪ ধারা বহাল

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর