রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ৫ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ৫ মামলার আসামি গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫ মামলার আসামি রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আরও পড়ুন

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের দুই মামলা

গ্রেফতার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ওসি জানান, আসামি রিয়াজের বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাকে তার নিজ এলাকায় থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর