ফেনীতে ১৩ হাজার লিটার চোরাই পেট্রোলসহ তেলের ট্যাংকারের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অভিযানে র্যাবের হাতে তারা চোরাই তেলসহ গ্রেফতার হন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— চাঁদপুর জেলার কৃষ্ণপুর গ্রামের মোকসেদ আলী খাঁনের ছেলে ট্যাংকার চালক মো. শহিদুল্লাহ খান (৫৭) ও কুমিল্লার বুড়িচং থানার এ্যাবদারপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন লিটনের ছেলে গাড়ির হেলপার মো. সৈকত হাসান (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ র্যাব-৭ এর একটি দল মহাসড়কের রামপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায়। এসময় চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে একটি তেলবাহী ট্যাংকার তল্লাশি করে দেখা যায়, গাড়িতে থাকা ১৩ হাজার লিটার পেট্টোল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে কুমিল্লা নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় গাড়িতে থাকা চালক-হেলপারকে গ্রেফতার করে গাড়িটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, অভিযানে চোরাই পথে আসা ১৩ হাজার লিটার পেট্রোলসহ ট্যাংকারটি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা আলামতসহ গ্রেফতারদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

