রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় হত্যা মামলা

জেলা প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ডিবি পুলিশের ইয়াবা ফাঁসানোর অভিযোগে মামলা

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী  এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির পিতা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে মামলা দায়েরের বিষয়টি উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, র‌োববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বা‌ড়ির পা‌শের বামনী নদীতে ফেলে দেয়। পু‌লিশ বল‌ছে, রহস‌্য উৎঘাটন ক‌রে দ্রুত দোষী‌দের আইনের আওতায় আনা হবে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে,  র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার  সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পার্শ্বে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

শিশু‌টির পিতা আমিনুল ইসলাম ব‌লেন, আমার নিষ্পাপ শিশু‌টি‌কে কারা হত‌্যা করলো আমি এর বিচার চাই।


বিজ্ঞাপন


উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা  হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর