কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে লোহার রড ঢুকিয়ে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ লক্ষণপুর গ্রামের এক ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। সোমবার বিকেলে কাজের সময় টাকা-পয়সা নিয়ে সহকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ফরহাদের বুকে লোহার রড ঢুকিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় লক্ষণপুর বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ওসি বিপুল চন্দ্র দে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফরহাদের সহকর্মী মাহফুজকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

