রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ঐক্য ভাঙলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নও ভেঙে যাবে’

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

‘ঐক্য ভাঙলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নও ভেঙে যাবে’

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “এই ঐক্য ভেঙে গেলে শুধু আন্দোলনের ক্ষতি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নও ভেঙে যাবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের দায়িত্ব বিএনপির: টুকু

শামা ওবায়েদ বলেন, “দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলনে রক্ত ঝরেছে, অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে, ছাত্ররা বুক পেতে দিয়েছে। আবু সাঈদ-মুগ্ধদের মতো তরুণদের আত্মত্যাগ আমরা যেন ভুলে না যাই। এই ত্যাগের মর্যাদা রক্ষার একমাত্র উপায় হলো ঐক্য ধরে রাখা।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের দোসররা এখনও নীরব ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়াচ্ছে, বিরোধী দলের নেতাদের ওপর হামলা করছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তার সহযোগীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এখনই আমাদের আরও শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে।”

আরও পড়ুন: টুপিওয়ালা আর বাচ্চাদের দল নির্বাচন চায় না: ইঞ্জিনিয়ার তুহিন


বিজ্ঞাপন


আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম নাসির উদ্দিন কালু। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর