বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের দুই বারের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কুর নেতৃত্বে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নানুয়া দিঘির পাড় মনিরুল হক সাক্কুর দলীয় কার্যালয় থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে শোভাযাত্রাটি বের হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২৭টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর নেতৃত্বে র্যালিটি রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউজ রোড, কান্দির পাড়, মনোহরপুর হয়ে নানুয়া দিঘির পাড় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র্যালিতে পুরুষ ও মহিলা নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে দলীয় স্লোগান দিতে দিতে অংশগ্রহণ করেন। ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সফল হোক’ শ্লোগানে মুখরিত করে তোলেন নগরী।
এসময় মনিরুল হক সাক্কু বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপস করেননি। তিনি দীর্ঘ দিন কারাবরণ করেছেন কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কুমিল্লার সব কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।
প্রতিনিধি/এসএস

