পঞ্চগড়ের বোদা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে অবস্থিত একটি বেকারি এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি মুড়ি উৎপাদনকারী কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের জন্য এটি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন। এজন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মুড়ি উৎপাদনকারী কারখানায় মোড়ক ব্যবহারে অনিয়ম ধরা পড়ে। খাদ্যপণ্যে সঠিক মোড়ক ও লেবেল ব্যবহার না করায় ভোক্তাদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। এ অপরাধে কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী (বোদা ক্যাম্প) ও বোদা থানা পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বলেন, খাদ্য উৎপাদনে অবহেলা কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
প্রতিনিধি/এসএস

