রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।


বিজ্ঞাপন


এরপর সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

এছাড়াও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মহিলা দলের কেন্দ্রীয় সহ-স্বনির্ভর সম্পাদক আসমা আজিজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, এজেডএম সালেহ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজবুল কবির, হুমায়ূন হাসান শাহীন, কেএম সফিকুজ্জামান মাহফুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে স্তব্ধ করা হয়েছিল, কিন্তু শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে সেই পথ বন্ধ করেছিলেন।


বিজ্ঞাপন


প্রধান অতিথি নূরুল ইসলাম মণি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। তিনি আরও জানান, বিএনপি জয়ী হলে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। নেতৃবৃন্দ এ উপলক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর