মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

টেকনাফে অস্ত্র-গুলিসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

সোমবার গভীর রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানার হ্নীলা রঙ্গীখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করা হয়।

জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

এমআইকে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর