রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুর সীমান্ত থেকে ৯ লাখ টাকার বিদেশি মদ জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

শেরপুর সীমান্ত থেকে ৯ লাখ টাকার বিদেশি মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর