ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ইছামতী নদীর কলাকোপা পয়েন্টে নৌকাবাইচের আয়োজন করে কলাকোপা গ্রামবাসী এবং নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।
বিজ্ঞাপন
শেষ বিকেলে নৌকাবাইচ দেখতে নদীতীরে সব বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে। নৌকাবাইচে ১০টি বড় নৌকা অংশ নেয়।

নৌকাগুলো হলো- ঢাকার নবাবগঞ্জের খান বাড়ি ও আব্দুল খালেক, মুন্সিগঞ্জের শ্রীনগরের মামা-ভাগ্নে, ফরিদপুর সদীপুরের আদিল ফাইটার, মানিকগঞ্জের সোনার তরী, কৈলাইলের তুফান মেইল। এছাড়া, কোষা ও ডিঙি নৌকা বাইচে অংশগ্রহণ করে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উদ্ধোধক ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন আবু শফিক খন্দকার মাসুদ, নবাবগঞ্জ রোইং ক্লাবের সহ-সভাপতি ডা. হর গোবিন্দ সরকার অনুপ, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লাসহ অনেকে।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিমলা বলেন, নৌকা বাইচ বাংলার হাজার বছরের ঐতিহ্য। এর মধ্যে ঢাকা বিভাগের নবাবগঞ্জে নৌকা বাইচের গোড়াপত্তন হয়েছিল আজ থেকে প্রায় দেড়শ বছর আগে। একসময় এই উপজেলার ইছামতী নদীর ৩০ পয়েন্টে নৌকা বাইচ হতো। কিন্তু বর্তমানে ইছামতী নদীর উৎপত্তিস্থল পদ্মা নদীর নিকটস্থ কাশিয়াখালি বেড়িবাঁধ দেওয়ার কারণে নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকছে না। আমরা ইছামতী নদী আগের রূপে ফিরিয়ে আনতে দোহারের কার্তিকপুর ও সোনাবাজু কাশিয়াখালী বেড়িবাঁধে প্রয়োজন সংখ্যক সুইচগেট স্থাপনের জোর দাবি করছি।
প্রতিনিধি/এসএস

