রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় অটোরিকশা চালকের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় অটোরিকশা চালকের কারাদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলছাত্রীকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করার সময় মো. ইব্রাহীম নামে এক অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকা থেকে তাকে আটক করে সাজা দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, সকালে উপজেলার আতকাপাড়া এলাকায় কুটি গার্লস স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম নামের এক অটোচালকের হাতে ইভটিজিং-এর শিকার হয়। 

সে অটোরিকশা চালানো অবস্থায় মেয়েটির সঙ্গে অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে গাড়ি চালানো অবস্থায় পিছনে ফিরে মেয়েটির শরীর স্পর্শ করার চেষ্টা করে এবং মেয়েটি বাধা দিলে একপর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে যায়।

আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল


বিজ্ঞাপন


তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে আটক করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেয়। পরে স্বেচ্ছায় সে তার নিজের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ বিধি মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় কসবা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর