সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) সকাল বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।


বিজ্ঞাপন


এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

thumbnail_1000030785

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের থানার পাশে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আরও পড়ুন

জাপা নিষিদ্ধের আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখা প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

thumbnail_1000030787

বক্তারা বলেন, গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর