গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের দুস্থ ৩৪ পরিবারের মাঝে জলবায়ু সহিষ্ণু অঞ্চলে বসবাস উপযোগী ঘর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রি-গ্রিনিং প্রজেক্ট এই কর্মসূচি বাস্তবায়ন করে।
বিজ্ঞাপন
এসময় মালিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব মো. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার এরিয়া ম্যানেজার উত্তম দাসসহ অনেকে।
মালিবাড়ী ইউনিয়নে দায়িত্বরত প্রকল্পের সুপারভাইজার শাহ্ মো. মোত্তাসিম বিল্লাহ বলেন, দীর্ঘমেয়াদি এই প্রকল্পের মাধ্যমে সমাজে বসবাসরত সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্রদের বিভিন্ন সুবিধার মাধ্যমে তাদের ও সমাজের প্রান্তিক জনপদকে সুসংগঠিত করতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম আরও জোরালয় ভূমিকা পালন করবে। সবার অংশীদারিত্ব ও সহযোগিতাও কামনা করেন তিনি।
ওয়ার্ল্ড ভিশন গাইবান্ধার এরিয়া ম্যানেজার উত্তম দাস জানান, গাইবান্ধায় চলমান এই প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি উপজেলায় ওয়ার্ল্ড ভিশন ও রি-গ্রিনিং প্রোজেক্টের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সুবিধা প্রদান করে আসছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সুদূর প্রসারী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
এ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগণকে ও অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন কার্যক্রমের আওতায় সুবিধা প্রদান করে আসছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ জনগণের কল্যাণ বয়ে আসবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম বলেন, যাদের থাকার কোনো জায়গা নেই তাদের জন্য ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে ৩৪টি থাকার ঘর প্রদান করা হলো। ফলশ্রুতিতে অনেক অসহায় ও হতদরিদ্র শান্তিতে বসবাস করবেন।
প্রতিনিধি/এসএস

