রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অজগর সাপ উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধান কাটার সময় ১০ ফুট দীর্ঘ ও প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর স্থানীয়দের হাতে ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কৃষকরা ধান কাটতে গিয়ে মেশিনের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। আতঙ্কে অনেকেই সাপটি মারতে উদ্যত হলে স্থানীয় যুবক সাদ্দাম হোসেন এগিয়ে আসেন এবং সাহসিকতার সঙ্গে সাপটিকে বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে যান।


বিজ্ঞাপন


VID_20250828_164341_exported_220

এসময় অজগরটি সাদ্দাম হোসেনকে কামড়ে দেয়। তবে অজগর নির্বিষ হওয়ায় তিনি শারীরিকভাবে গুরুতর কোনো সমস্যায় পড়েননি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ সাপটি দেখতে ভিড় জমায়।

InShot_20250828_184650756_exported_33266

উদ্ধারকারী সাদ্দাম হোসেন বলেন, ধান কাটার সময় মেশিনের নিচে সাপটি দেখতে পাই। সবাই সাপটি মারতে চাইলে আমি বাধা দিই। পরে আমি নিজেই সাপটি বস্তায় ভরে উদ্ধার করি। সাপটি আমাকে কামড় দিলেও এটি নির্বিষ জেনে আমি ভয় পাইনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সুন্দরবনের পাঁচ কুমিরের অজানা জীবন কাহিনী থেমে গেল মাঝপথে

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, প্রাথমিকভাবে শনাক্তে বোঝা যাচ্ছে সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ, যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ।

thumbnail_VID_20250828_162926_exported_24

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় এই সাপের রেকর্ড এই প্রথম। অতিবৃষ্টির কারণে এটি দেখা দিতে পারে। তবে ভয়ের কিছু নেই। বরং স্থানীয়রা যে সাপটি মেরে ফেলার বদলে উদ্ধার করেছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবার সচেতন হওয়া জরুরি।

VID_20250828_163349_exported_0

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর