রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে হাসিনা নিজেই নিষিদ্ধ: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে হাসিনা নিজেই নিষিদ্ধ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ প্রশস্ত হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমরা শুরু থেকেই বলে আসছি—মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন করলে জনগণ তা কখনো মেনে নেবে না। সুতরাং নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বুধবার (২৮ আগস্ট) খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মালতিয়া গ্রামের ধানের চাতালে আয়োজিত এক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে যতটুকু পেরেছি, আটলিয়া ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান ও কবরস্থানের উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে।’ জুলাই মাসের আন্দোলনে দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন, ৩০ হাজার মানুষ আহত হয়েছেন এই রক্তঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ হবে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র, যেখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকবে, ইনসাফভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে, সুবিচার নিশ্চিত হবে এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার পথ বন্ধ হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে, দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে একটি ফ্যাসিস্ট সরকার। কিন্তু কোনো ফ্যাসিস্ট সরকার বিপ্লবী জনগণকে দাবিয়ে রাখতে পারে না। আওয়ামী লীগও পারেনি। সাড়ে ১৫ বছরের ধারাবাহিক আন্দোলন, ত্যাগ ও কুরবানির শেষ প্রান্তে এসে আজ যুব সমাজের নেতৃত্বে তারা (সরকার) ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা বলি—সত্যিকারের দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না। যারা দেশকে ভালোবাসে, তারা যেকোনো পরিস্থিতিতে দেশের মাটিতেই থাকেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা এবং ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ড. একরাম উদ্দিন সুমন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. মঈন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ফরহাদ আলী মাহমুদ, ছাত্রশিবির সভাপতি ছামিদুল হাসান লিমন এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুরের মোড়লবাড়ি, রোস্তমপুর পূর্বপাড়া, গঞ্জেরহাট এবং সন্ধ্যায় কাঠালতলা এলাকায়ও অনুরূপ ভোটার সমাবেশে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া নূরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ঈদগাহ ময়দানে একটি মহিলা ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাদরাসাটি পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরে তিনি হযরত আয়েশা (রা.) কওমী মহিলা মাদরাসা, চুকনগরের দিব্য পল্লী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আল জামি'আতুল ইসলামিয়া ইমদাদুল উলূম চাকুন্দিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং চুকনগর হাছানিয়া দাখিল মাদরাসা পরিদর্শন ও শিক্ষক মণ্ডলীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল উপহার দেন তিনি।

পরিশেষে, সাবেক ছাত্রশিবির নেতা ড. একরাম উদ্দিন সুমনের অসুস্থ মায়ের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান জামায়াতের এই শীর্ষ নেতা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর