ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক তারের জটলায় আটকে পড়া একটি শালিক পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকালে ভালুকা বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে সকালে ওই এলাকায় পিডিবির বৈদ্যুতিক খুটির তারে পাখিটি আটকা পড়ে।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পাখিটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চান। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পাখিটি উদ্ধার অভিযান পরিচালনা করি। আমাদের এক সহকর্মীকে বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে জীবন্ত অবস্থায় পাখিটি উদ্ধার করি। এরপর পাখিটির পায়ে লেগে থাকা সুতা কেটে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, সকাল বৈদ্যুতিক তারে পাখিটি বসার পর থেকে পা আটকে যায়। দীর্ঘক্ষণ তারে পা আটকে থাকায় পাখিটি কিচিরমিচির শব্দ করছিল।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি ফেসবুক পেজের একটি ভিডিওতে পাখিটি তারে আটকে পড়ার বিষয়টি দেখতে পারি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানালে তারা পাখি উদ্ধার করে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

