মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যশোরে ইউপি সদস্য হত্যা: প্রধান আসামিসহ আটক ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

যশোরে ইউপি সদস্য হত্যা: প্রধান আসামিসহ আটক ২

যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৬ জুন) ভোরে তাদেরকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আ. রশিদের ছেলে।

কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের এক টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। এসময় এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর