রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

মানিকগঞ্জে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে এখন পর্যন্ত জেলায় মোট ৫৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর মধ্য সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন এবং বাকিরা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইতোমধ্যেই ৯৩ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


thumbnail_Pic

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে ভর্তি হয়েছেন ৫ জন। বর্তমানে সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১২

সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা প্রদানের কারণে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন। তবে জনগণকে সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর