রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যমুনা নদীতে ‘কোষা নৌকা বাইচ’ দেখতে হাজারো মানুষের ঢল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৩:০১ এএম

শেয়ার করুন:

যমুনা নদীতে ‘কোষা নৌকা বাইচ’ দেখতে হাজারো মানুষের ঢল

আবহমান গ্রামবাংলার প্রাচীন লোকঐতিহ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হলো নৌকা বাইচ। হাজার বছরের গ্রামীণ জনপদের জীবনপ্রবাহে সময়ের সঙ্গে এসেছে নানান পরিবর্তন ও বিবর্তন। আধুনিকতার ছোঁয়ায় আজ হারিয়ে যেতে বসেছে এই ধরণের উৎসবমুখর খেলাধুলা ও লোকজ বিনোদন। তার মধ্যে অন্যতম হলো নৌকা বাইচ প্রতিযোগিতা, যা এখন আর অতীতের মতো জমে না।

এই প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং বর্তমান তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) যমুনা নদীর অংশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল—চরগাবসারা নতুন হাটের পাশে দিনব্যাপী ঐতিহ্যবাহী কোষা নৌকা বাইচের আয়োজন করা হয়। এই আয়োজনটি করেন স্থানীয় চরবাসী।


বিজ্ঞাপন


নৌকা বাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (বাবুল ভূঁইয়া)। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। উদ্বোধন করেন গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুজ্জামান (কাজী শাহীন) প্রমুখ।

নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন চরাঞ্চল থেকে প্রতিযোগী দলগুলোর নৌকা অনুষ্ঠানস্থলে এসে জড়ো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুর নাগাদ চরগাবসারা নতুন হাট সংলগ্ন যমুনার তীরবর্তী এলাকা হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। নৌকা বাইচ দেখতে দর্শনার্থীরা আনন্দে মেতে ওঠেন। পুরো নদী তীর কানায় কানায় পূর্ণ হয়ে যায় উৎসুক জনতায়।

প্রতিযোগিতায় দুইটি গ্রুপ অংশ নেয়। শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ ও এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর