হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুজেল মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় রফিকুল মিয়া (১৮) নামে আরেক শ্রমিক আহত হন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে শরীফ উদ্দিন মিয়ার তিনতলা ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রুজেল মিয়া বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই ভবনে নিচ থেকে উপরের দিকে রড উঠানোর কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ কাজের এক ফাঁকে অসাবধানতাবশত একটি রড বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে শ্রমিকদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রুজেল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। রফিকুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, ঘটনার পরে শ্রমিকদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছিল। বিকেলের দিকে জানতে পেরেছি রুজেল মিয়া মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস

