গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযুক্ত মো. জামাল উদ্দিন (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের তহুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি স্কুল থেকে ৮ বছর বয়সী ওই শিশুসহ কয়েকজন শিক্ষার্থী পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় অভিযুক্ত জামাল উদ্দিন চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে কৌশলে অন্য শিশুদের সরিয়ে দেয়। এরপর ৮ বছর বয়সী শিশুকে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা তার কান্নার শব্দ শুনে জঙ্গলে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিন বিবস্ত্র অবস্থায় পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে আটকে করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

