শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মা সেতু নিয়ে যুবদলকর্মীর ‘কুরুচিপূর্ণ পোস্ট’, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

পদ্মা সেতু নিয়ে যুবদলকর্মীর ‘কুরুচিপূর্ণ পোস্ট’, থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় পদ্মা সেতু নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ পোস্ট’ করার অভিযোগে তৌহিদ ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর কবির।

শনিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে ভালুকা মডেল থানায় অভিযোগটি করেন উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির।


বিজ্ঞাপন


অভিযুক্ত তৌহিদ ইসলামের (৪০) বাড়িও একই ইউনিয়নের সীডস্টোর পশ্চিমপাড়া এলাকায়। তৌহিদ যুবদলের রাজনীতের সঙ্গে জড়িত বলে দাবি করেন আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।

অভিযোগের বিষয়ে তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে পদ্মা সেতু নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ বক্তব্য’ পোস্ট করেন তৌহিদ ইসলাম। এই পোস্টের কমেন্টেও অনেক বাজে মন্তব্য করা হয়। বিষয়টি আলমগীর কবিরের নজরে এলে তৌহিদ ইসলামকে আসামি করে থানায় অভিযোগ করেন।

অভিযোগকারী আলমগীর কবির জানান, তৌহিদ ইসলাম হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ায় সেটি এবং ‘প্রধানমন্ত্রীকে’ উদ্দেশ্য করে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট করেছেন। ফলে তাকে আইনের আওতায় আনা প্রয়োজন মনে করেই থানায় অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


এ সম্পর্কে জানতে তৌহিদ ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সেটি সত্য প্রমাণিত হলে মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর