রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ শেষ, যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি, বাগেরহাট      
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ শেষ, যান চলাচল শুরু

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় সর্বাত্মক হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল-অবরোধ চলাকালে জেলা শহরসহ ৯টি উপজেলার সদরে সব ধরনের যানবাহন চলাচল, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস ও স্কুল কলেজ বন্ধ ছিল। মোংলা বন্দরে জেটিতে পণ্য ওঠানামা ও পরিবহনও বন্ধ ছিল। মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চালেও কোনো কাজ হয়নি।


বিজ্ঞাপন


thumbnail_Bagerhat_Photo-_6_(_24._08._2025_)

মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল, সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এমনকি হরতাল ও মহাসড়ক অবরোধ চলাকালে জেলার ছোট বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরিও চলাচলও বন্ধ ছিল। এর ফলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Bagerhat_Photo-_5_(_24._08._2025_)

হরতাল ও মহাসড়ক অবরোধ নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর ফলে লোকজন ঘর থেকে তেমনটা বের হয়নি। তবে, এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। একইদিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করে বাগেরহাটের বিক্ষুব্ধ জনতা।


বিজ্ঞাপন


Bagerhat_Photo-_3_(_24._08._2025_)

হরতাল ও মহাসড়ক অবরোধ চলাকালে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান, সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, বিএনপি নেতা প্রকৌশলী মাসুদ রানা, শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার নারী-পুরুষদের নিয়ে জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

Bagerhat_Photo-_4_(_24._08._2025_)

কর্মসূচি চলাকালে নেতারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। বর্তমান সিইসি আওয়ামী লীগ ও ভারতে প্রেসক্রিপশন সংসদ নির্বাচন বানচাল করতে কাজ করছে। ভারতের সিদ্ধান্তেই বাগেরহাটের আসন কমিয়ে তিনটি আসন করেছেন, যেটা বাগেরহাট জেলাবাসী কিছুতেই মেনে নেবে না। বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিকভাবে একটি কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।

bagerhat

 সোমবার (২৫ আগস্ট) শুনানি। নির্বাচন কমিশন জেলার চারটি সংসদীয় আসন বহাল না করলে মঙ্গলবার থেকে অনিদৃষ্টকালের জন্য মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের পণ্য ওঠানামা বন্ধ করে বাগেরহাট জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এতে করে মোংলা বন্দরের মাধ্যমে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হলে এর দায়দায়িত্ব নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকাকেই নিতে হবে। সিইসি তার এমন হটকারী সিদ্ধান্ত পরিবর্তন না করলে অচিরেই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

thumbnail_Bagerhat_Photo-_1_(_24._08._2025_)

গত ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর থেকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে লাগাতর কর্মসূচি পালন করে আসছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর