পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে (৪৮) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস ও তার সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (২৫ জুন) রাত ১০টার দিকে ফরিদপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন খান মুক্তমঞ্চে পদ্মা সেতু উদ্বোধনীর আনন্দ উৎসব চলার সময়ে পাশে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত আলী আশরাফুল কবীর স্থানীয় গোপালনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রুবেল রানা জানান, আলী আশরাফুল কবীর দোকানে চা পান করছিলেন। তখন নুরুল ইসলাম কুদ্দুস তার ছেলে রাতুল ও মনছুরসহ কয়েকজন নিয়ে হাজির হন। তিনি কেন এ আয়োজনে অংশগ্রহণ করেননি জানতে চাইলে নুরুল ইসলাম কুদ্দুস বলেন, রাজাকারের প্রোগ্রামে কেন আসবো?
এরপর এসব নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে নুরুল ইসলাম কুদ্দুস তার দলবল নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রযোগে তার ওপর হামলা করে। এতে মাথায় জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা আলী আশরাফুল কবীর বলেন, পদ্মা সেতুর অনুষ্ঠান করতে গিয়ে অনুষ্ঠানের মঞ্চের পেছনে আমার দলেরই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুসকে বললাম ভাই ২৩ তারিখের অনুষ্ঠানেও আসলেন না! আবার ২৫ তারিখের অনুষ্ঠানেও আসলেন না, তিনি বলেন, তোমাদের অনুষ্ঠানে আমরা যাব কেন? তোমরা রাজাকার, রাজাকারের অনুষ্ঠানে আমরা যাই না, সে আওয়ামী লীগার হয়ে এ কথা বলে, এরপর কথা কাটাকাটির একটা পর্যায়ে তিনি এবং তার ছেলে-বাহিনী চাপাতি দিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপ দিয়েছে। আমার সমস্ত শরীর রক্তাক্ত।
বিজ্ঞাপন
এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।
মারধরের ঘটনা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম কুদ্দুস বলেন, অনুষ্ঠান স্থলের পাশে একটি দোকানে চা খাচ্ছিলাম। একটা বিষয় নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমাকে কলার চেপে ধরলে আমার ছেলে-পেলে তাকে কিল-ঘুষি মারলে মাটিতে পরে গিয়ে তার মাথা কেটে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মিজানুর রহমান বলেন, অনুষ্ঠান স্থলে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, পুলিশ দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণ করে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এইচই