রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো. আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে পরকীয়া প্রেমিক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের (২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের (৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী যুবক তরুণ বাধা দেয়। এসময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

আরও পড়ুন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন, আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘ দিন পরকীয়া নিয়ে কয়েকবার সালিশি বৈঠক করেছি। পরে গতরাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে তরুণ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তরুণকে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর