রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে চোলাই মদসহ আ. লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে চোলাই মদসহ আ. লীগ নেতা গ্রেফতার

নাটোরের বড়াইগ্রাম থেকে চোলাই মদসহ আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী মোল্লাকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ইসাহাক আলী মোল্লা উপজেলার মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নেরই মারিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইসাহাক আলী মোল্লা লক্ষীকোল বাজারে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সন্দেহভাজনভাবে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি বোতলে আধা লিটার চোলাই মদ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসাহাক আলীর কাছ থেকে আধা লিটার চোলাই মদ উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর