বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

খুলনা থেকে খাজা বেচতে শিবচরে মনিরুল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

খুলনা থেকে খাজা বেচতে শিবচরে মনিরুল

মনিরুল ইসলাম মনির (৪২)। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর বাংলাবাজার এলাকায় খাঁজা বেচতে এসেছেন সুদূর খুলনা জেলার ফুলতলা এলাকা থেকে। তার ঝুড়িতে রয়েছে বাদামের খাজা ও নারিকেলের খাঁজা।

পিকআপ ভ্যান ভাড়া করে তারা দলে বেধে ১০ জন এসেছেন শিবচর বাংলাবাজার ঘাটে যাওয়ার সংযোগ সড়কে। জনসভায় যাওয়ার পথে অনেকেই খাজা কিনে কাগজে করে খেতে খেতে চলছেন জনসভার দিকে। বিক্রিও হচ্ছে বেশ ভালো।


বিজ্ঞাপন


খাজা বিক্রেতা মনিরুল ইসলাম মনিরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘শুনেছি পদ্মা সেতুর চালু হবে। এখানে নাকি ১০ লাখ মানুষ আসবো। আমরা খুলনা থেকে ১০ জন এসেছি খাজা বেচতে। ভালোই কেনা বেচা হচ্ছে। হাজার হাজার লোক এই পথ দিয়ে যাচ্ছে। অনেকে যাওয়ার সময় খাজা কিনে নিচ্ছে। কেউ ১০ টাকার, ২০ টাকার, অনেকে আবার বন্ধুবান্ধব মিলে ১০০ টাকারও কিনা নিতেছে। মোটামুটিভাবে ৭ হাজার টাকার মতো বেচতে পারবো।’

জনসেবায় যাওয়ার পথে খাজা কিনছেন হাসান মোল্লা। তিনি বলেন, ‘২০ টাকার নারিকেলের খাজা কিনলাম। খেতেও বেশ লাগছে। এইখান থেকে জনসভা ৩ কিলোমিটার হবে। গাড়ি নিয়ে ঢুকতে দেয় না পুলিশ। এখান থেকে খাজা কিনে খেতে খেতে পায়ে হেঁটে জনসভায় যাব।’

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর