মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে স্বামী-স্ত্রী কারাগারে

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে স্বামী-স্ত্রী কারাগারে
প্রতীকী ছবি

মাদারীপুরের ডাসারে ৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করেছেন স্বামী-স্ত্রী। এ ঘটনায় হওয়া মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হলে বিচারক এ স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদুল্লাপুরে চা দোকানে বাকি না দেওয়ায় অণ্ডকোষে গুলি

চুরি মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন - ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ (৩৫) ও তার স্ত্রী মৌসুমী সরকার (৩০)।

Screenshot_2025-08-13_195113ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্র জানায়, ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের নিত্যানন্দ দে’র বসতঘরের তালা ভেঙ্গে গত শনিবার সকালে ৫৪ লাখ চল্লিশ হাজার টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোরচক্র। এই ঘটনায় ভুক্তভোগী নিত্যনন্দ বাদী হয়ে মঙ্গলবার ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে ধামুসা গ্রামে হৃদয় সিংহ ও তার স্ত্রী মৌসুমী সরকারকে গ্রেফতার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। পরে বুধবার এ স্বামী-স্ত্রীকে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক শুনানি শেষে গ্রেফতার দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে ৬ ডাকাত গ্রেফতার 

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরই মধ্যে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে এখনও অভিযান চলছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর