‘তোমরাই হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়, লক্ষ্যে আশার শপথ বুকে, দীপ্ত ছড়াও বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা, সততা ও মানবিকতার আদর্শ ধারণ করে আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে। পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তারা।
মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিজামুল হক শান্ত, আরমান হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলা নীহারিকার শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

