হাতিয়া নলচিরা ঘাট থেকে ১৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোট বিকল হয়ে আধাঘণ্টা মেঘনায় ভাসতে থাকে। এসময় ঢেউয়ের মধ্যে কয়েক ধাপে বোটটি ডুবে যাওয়ার উপক্রম হলে যাত্রীদের আতঙ্ক চিৎকার শুরু হয়। পরে খবর পেয়ে চেয়ারম্যান ঘাট থেকে অন্য একটি বোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে নেন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার সময় মেঘনা নদীর মাঝে স্পিডবোট বিকল হওয়ার এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, আজিম নামের এক ব্যক্তির মালিকানাধীন পুরাতন 'সমুদ্র বিলাস' স্পিডবোট'টি দুই শিশু ও চালক হেলপারসহ মোট ১৭জন যাত্রী নিয়ে নোয়াখালীর হাতিয়া নলচিরা ঘাট থেকে ছেড়ে যায়। মাঝ পথে ইঞ্জিন বিকল হয়ে আধাঘণ্টা পর্যন্ত যাত্রীদের নিয়ে ভাসতে থাকে বোটটি। এসময় ঢেউয়ের মধ্যে কয়েক ধাপে বোটটি ডুবে যাওয়ার উপক্রম হলে যাত্রীদের আতঙ্ক চিৎকার শুরু হয়। যাত্রীদের কেউ কেউ ঘটনার চিত্র মোবাইলে ধারণের চেষ্টা করলে চালক সাদ্দাম হোসেন ও তার হেলপার যাত্রীদের উপর চড়াও হয়। পরবর্তীতে খবর পেয়ে চেয়ারম্যান ঘাট থেকে অন্য একটি বোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে উপকূলে নিয়ে যান।
স্পিডবোটের যাত্রী ও হাতিয়ার সংবাদকর্মী শামীমুজ্জামান জানান, পুরাতন এ স্পিডবোটে যাত্রী সর্বোচ্চ সাতজন ধরবে। অথচ সে জায়গায় গাদাগাদি করে দুইজন শিশুসহ ১৫জন যাত্রী তুলেছে তারা। সেই সাথে চালক ও হেলপার।
এবিষয়ে, হাতিয়া উপজেলা নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, চালক সাদ্দামকে ডেকে আনা হয়েছে। এখন ইউএনও আসতেছেন। বোটটির ধারণক্ষমতা ও সক্ষমতা যাচাই-বাছাই করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে

