শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

হবিগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে মেরাজুল ইসলাম নামে আঠারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি জানিয়েছেন।

মেরাজুল ইসলাম দক্ষিণ রসুলপুর গ্রামের খলিল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুরুষরা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় শিশু মেরাজুল ঘরে খেলা করছিল। নারীরা রান্নার কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে মেরাজুল খেলতে খেলতে বাড়ির সামনে উঠানে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মেরাজুলের মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পরিবার ও আশপাশের লোকজন বাড়ির পাশে বন্যার পানিতে মেরাজুলের নিথর দেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিক মেরাজুলকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২১ জুন একই ইউনিয়নের গোয়ালগাও (বাজারহাটি) গ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ভেসে তারা মিয়া নামে এক দিনমজুর মারা যান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর