ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ২৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী বাগানবাড়ি নামক স্থান থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে তীব্র গোলাগুলি
বিজিবি জানায়, ছাগলনাইয়া বিওপির টহল দল উপজেলার সীমান্তবর্তী বাগানবাড়ি নামক এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করে বিজিবি। জব্দকৃত মাদক ছাগলনাইয়া থানায় জমা করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ১
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, সীমান্তে রুখে দিব মাদকের পাচার- এই মূল মন্ত্র ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

