রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম

শেয়ার করুন:

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে এক ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ  করেন শ্রমিকরা।


বিজ্ঞাপন


528629068_1515108606335993_7182806348433501736_n

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশন্স লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিলে এক ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।


বিজ্ঞাপন


বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর