শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রায়হান (১০) রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহজাহান শিকদারের ছেলে, অপরজন একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।

আরও পড়ুন: সাপের কামড়ে মাগুরায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, শনিবার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এ সময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে নিহতদের স্বজনরা বাড়ির আশপাশেসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে। 

এ সময় স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পড়ে থাকতে দেখে এবং বিষয়টিতে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান তিনি। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের লাশ উদ্ধার করা হয়। ঘটনা পর খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় শিশু নিহত

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর