রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাইকগাছার ঐতিহ্যবাহী জাফর আউলিয়ায় নতুন ভবনের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

পাইকগাছার ঐতিহ্যবাহী জাফর আউলিয়ায় নতুন ভবনের উদ্বোধন

পাইকগাছা উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার চার তলা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে ভবন উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


আনোয়ার আলদীন মাদরাসায় প্রবেশকালে শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। উদ্বোধন শেষে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যেখানে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা দিয়ে শিক্ষিত জাতি গড়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সমাজে বিদ্যমান অসঙ্গতি ও ভুল ফতোয়ার বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসতে হবে। আমি ইসলামী শিক্ষায় সবসময় আলেমদের সাথে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ চালিয়ে যাব। শিক্ষার মান উন্নতি হলে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

আনোয়ার আলদীন উল্লেখ করেন, ‘এই মাদরাসাটি যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষের মাঝে দ্বীনের শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে। ধর্মভীরু, আদর্শবান ও তাকওয়াবান মানুষ গড়ার ক্ষেত্রে মাদরাসার বিশেষ ভূমিকা রয়েছে। তবে বিগত ১৫ বছরে কিছু রাজনৈতিক ক্ষমতাসীন দলের করায়ত্ব ও অবহেলার কারণে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে পড়েছিল। গণঅভ্যুত্থানের পর বর্তমান সময় মাদরাসা শিক্ষার মূল আদর্শ ও ঐতিহ্যের পুনর্জাগরণ এবং যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার।’

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, যিনি বলেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড।’


বিজ্ঞাপন


পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ (এমবিবিএস) উপস্থিত থেকে বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা শিক্ষার উন্নয়নের জন্য সবসময় তাদের পাশে থাকবো।’

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। জমি দাতা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ সাহাজুদ্দিন, শেখ ইউনুস আলী ও শেখ সেকেন্দার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আল আমীন মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আবুল হোসাইন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর